বুধবার (২২ অক্টোবর) বিকেলে পাড়েরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং পাড়ের হাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আল্লামা সাঈদীর নামে মিথ্যে মানবতা বিরোধী অপরাধের মামলার নামে যে ভাওতাবাজি, ছলচাতুরি, মিথ্যে নাটক সাজিয়ে তাকে কারাগারে বছরের পর বছর আটকে রেখে ২০২৩ সালের ১৪ আগস্ট চিকিৎসার নামে হত্যা করেছে। এই অপরাধের প্রতিদান স্বরুপ স্বয়ং আল্লাহ পরের বছর একই মাসের ৫ আগস্ট তাদেরকে ক্ষমতার মসনদ থেকে ছুড়ে হাসিনা ও তার দোষরদের ক্ষমতাচ্যুত করে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’
আরও পড়ুন: পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যায় যুবকের যাবজ্জীবন
মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী ও তার পরিবার যদি সৎ নীতি আদর্শবান ও দুর্নীতিমুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন। ভোটের মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রতিদান পেতে চাই।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, স্থগিত ছাত্রদলের কার্যক্রম
পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মো.জালাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মো. জহিরুল হক, উপজেলা আমির মাওলানা মো.আলী হোসেন, সাবেক উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলসহ জামায়াতের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
]]>

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·