ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

৩ সপ্তাহ আগে
মৌলভীবাজার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে প্রায় তিন ঘণ্টার তদারকি অভিযানে একটি কাপড়ের দোকানসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


টিফিন রেস্টুরেন্টকে ২০ হাজার, ঈষিকা কাপড়ের দোকানকে ২০ হাজার ও লেডিস কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা। এসব ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের মধ্যে ছিল নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মালামাল বিক্রি ও সেই সঙ্গে নোংরা পরিবেশে রেস্টুরেন্ট পরিচালনা করা।


আরও পড়ুন: মোংলায় ভাসমান গুদামে অভিযান, ১০ জাহাজকে জরিমানা


এ সময় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।


এ অভিযান পরিচালনায় ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো. আল আমিন।

]]>
সম্পূর্ণ পড়ুন