ভৈরবে ২১ পাখি অবমুক্ত

১ সপ্তাহে আগে
ভৈরব উপজেলায় দেশীয় প্রজাতির বন্ধি ও বিক্রি নিষিদ্ধ ২১টি পাখিকে আটক করে মুক্ত স্থানে অবমুক্ত করেছেন উপজেলা মেজিস্ট্রেট এএইচ এম আজিমুল হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বনকর্মকর্তা।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মোরগপট্রির পাখির হাটে এই অভিযান পরিচালনা করা হয়। ইনকিয়াদ ইবনে সাজিদ, সমাজিক বনায়ন ও নার্সারি কর্মকর্তা ভৈরবও এ সময় উপস্থিত ছিলেন।

 

জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ২০১২-এর অধ্যাদেশ অনুযায়ী দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের পাখি, যারা প্রাকৃতিকভাবে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলবৃদ্ধিসহ বিভিন্নভাবে মানুষের উপকারে আসে, তাদের খাঁচায় বন্দি করা, বিক্রি বা স্থানান্তর করা নিষিদ্ধ।

 

আরও পড়ুন: আহত বন্যপ্রাণীদের সেবক শ্রীমঙ্গলের সীতেশ রঞ্জন দেব

 

উপজেলা মেজিস্ট্রেট এএইচ এম আজিমুল হক বলেন, ‘বেশ কিছু দিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল, ভৈরবের হাটে বন্যপ্রাণী আইনের লঙ্ঘন করে নিষিদ্ধ পাখি বিক্রি হচ্ছে। অভিযোগ যাচাইয়ের জন্য আমরা আজ অভিযান চালাই। এই সময় কয়েকজনকে পাখিসহ আটক করা হয়। তারা আর পুনরায় এমন কাজ করবেন না, এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।’

 

অভিযানকালে আটক পাখির মধ্যে ছিল ৫টি কবুতর, ৭টি টিয়া পাখি, ১টি লাভবার্ড এবং অন্যান্য প্রজাতির পাখি। উদ্ধার পাখিগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন