ভৈরবে জরুরি ডিউটি পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

৪ সপ্তাহ আগে
ভৈরব আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে উপজেলা কালিকাপ্রসাদ এলাকায় সড়কে এ দুর্ঘনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত পুলিশ সদস্য জেলার পাকুন্দিয়া থানার মান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে।


হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২ অক্টোবর মধ্যরাতে ভৈরব হাইওয়ে থানায় এএসআই বিল্লাল হোসেন, কনস্টেবল মো. নাজমুল হক, আনিসুর রহমান ও শাহ আহসান হাবিব রাত্রিকালীন টহল টিম কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে ডিউটি পালন করছিলেন। রাত সাড়ে তিনটায় সড়কের কালিকা প্রসাদ বাজারের দক্ষিণ পাশে দাড়িয়ে কথা বলার সময় একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাঁপা দিয়ে পালিয়ে যায়।


পরে কনস্টেবল নাজমুল হক কে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে এই আই বিল্লাল হোসেন বলেন, রাত অনুমান সাড়ে ৩টায় সরকারি গাড়ি যোগে টহলরত অবস্থায় কালিকা প্রসাদ বাজারের দক্ষিণ দিকে ভৈরবমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আমাদের পিক-আপ ভ্যানটি ট্রাকের কিছুটা পিছনে পার্ক করে ট্রাক চালককে গভীর রাতে কোনো সমস্যার কারণে দাঁড়িয়ে আছে কিনা জিজ্ঞেস করা মুহূর্তে ভৈরবমুখী অপর একটি অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে আমাদের পুলিশ পিকআপের পিছনের ডানপাশে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা পুলিশ সদস্যরা দাঁড়ানো ট্রাক ও পুলিশ পিকআপের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম। অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নাজমুলকে রাস্তার বাম পাশ দিয়ে জমিতে পড়ে যান। এতে নাজমুল হক গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মাথায় ও পিঠে গুরুতর আঘাত পান। তাকে চিকিৎসার জন্য দ্রুত ভৈরব উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মোংলায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ, উদ্ধার করল পুলিশ


এ দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকও আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো করা হয়েছে। আমাদের টহল টিমের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন।


তিনি আরও বলেন, নিহত কনস্টেবল নাজমুল হক ২০১৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে এবং ২০২০ সাল হতে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তার বাবা মো. রাজু মিয়া বাংলাদেশ পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন। নাজমুল হক বিবাহিত ছিলেন। তার ২০ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।


এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন