ভেন্যু সংকটে পেছালো বিসিএলের এবারের আসর

১ সপ্তাহে আগে
পিছিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসর। দেশের ক্রিকেট ব্যস্ততা আর ভেন্যু সংকটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মে মাসের পরিবর্তে জুনের ১৫ তারিখ শুরু হবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট। এদিকে, ডিজেবল ক্রিকেটেও ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের।

একের পর এক টুর্নামেন্ট আর সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যস্ত সূচির কারণে বিশ্রামের সুযোগও হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই ব্যস্ততা শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের।


তবে ভেন্যু সংকটের কারণে বিসিএলের সূচি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মে মাসে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা পিছিয়ে নেয়া হয়েছে ১৫ জুন।


বিসিবি পরিচালক আকরাম খান বলেন, 'বিসিএল যেটা শুরু করার কথা ছিল মে'তে, তবে আমরা ভেন্যু পাচ্ছি না বিধায় তা শুরু করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখের মধ্যে তা শেষ হয়ে যাবে। আমরা জানি আবহাওয়ার জন্য খেলোয়াড়দের কিছুটা সমস্যা হবে। তবে করার কিছু নেই।'


আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন-এবাদত, যে ব্যখ্যা দিলো বিসিবি 


গেলো বিসিএলের বেশিরভাগ দলের দায়িত্বে ছিলো বিসিবি। এবারের নতুন করে স্পন্সর আনতে চায় বোর্ড। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির জন্য স্পন্সর খুজতে শুরু করেছে বিসিবি। সব ফ্র্যাঞ্জাইজির জন্য স্পন্সর না পাওয়া গেলেও, অন্তত দুই-একটি পৃষ্ঠপোষক পাওয়া নিয়ে আশাবাদী বোর্ড। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচে পাওয়া নিয়েও আশাবাদী বিসিবি।


আকরাম খান বলেন, 'আমরা এটা নিয়ে আলাপ করেছি। ২-৩টা কোম্পানির কাছে আমরা যাবো। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি নেয়ার চেষ্টা আমাদের থাকবে, এবং ইনশাল্লাহ আমরা তা পাবো। অনেক খেলোয়াড়কেও আমরা বিসিএলে পাবো।'


এদিকে শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে ফিক্সিং অভিযোগ তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এ বিষয় নিয়েও তৎপর দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ফিক্সিং তদন্ত পরবর্তী বোর্ড মিটিংয়ে থাকবে আলোচনায়।


বিসিবি পরিচালক বলেন, 'এটা (ফিক্সিং) নিয়ে আমরা এখনও আলোচনায় বসিনি। পরের বোর্ড মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব।'


এদিকে ডিজেবল ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। সেখানেও ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের।

]]>
সম্পূর্ণ পড়ুন