ভূমিকম্পের ৪০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

৩ সপ্তাহ আগে
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ৪০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেন এক ব্যক্তি। অলৌকিক ভাবে তার এই বেঁচে ফেরার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর ও মিয়ানমারের উদ্ধারকারী দলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে উদ্ধার কাজ।

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ৪০ ঘন্টা পর স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সকালে রাজধানী নেপিদোর একটি ভবন থেকে বের করা হয় তাকে। 

 

উদ্ধারকারীরা বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে ২৪ বছর বয়সী এক যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। টানা একদিন ধরে উদ্ধার কাজ চালানোর পর বের হন তিনি।’

 

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা ওই ব্যক্তি তিনতলা বিশিষ্ট একটি ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছিলেন। কংক্রিট কেটে ও বিশেষ সরঞ্জামের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: ভূমিকম্পে বিধ্বস্ত, তবুও হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী!

 

মিয়ানমারের ফায়ার সার্ভিস ও সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স ফোর্সের যৌথ প্রচেষ্টায় এই উদ্ধার কাজ সম্পন্ন হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

গত শুক্রবার প্রথমে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ঠিক ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি আফটারশকে কেঁপে ওঠে মিয়ানমার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি। 

 

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগর পর শনিবার (২৯ মার্চ) বিদেশি উদ্ধার কর্মীদের প্রবেশের অনুমতি দেয় জান্তা সরকার। দেশটিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৭০০। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

 

আরও পড়ুন: মিয়ানমারে ভূমিকম্প / ব্যাংককের ৩৩ তলা ভবনে ‘চাপা পড়াদের কেউ সম্ভবত বেঁচে নেই’

]]>
সম্পূর্ণ পড়ুন