ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

১ সপ্তাহে আগে
পাকিস্তানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য মতে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি রাওয়ালপিন্ডিতে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়াতেও।

 

জিও নিউজ জানায়, শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ভূমি থেকে ১২ মিটার গভীরে। যা পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। 

 

আরও পড়ুন: ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে থামেনি জান্তার হামলা, চলছে নির্বাচনের প্রস্তুতিও!

]]>
সম্পূর্ণ পড়ুন