ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: সচিব

১ সপ্তাহে আগে
অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

রোববার (২৯ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস ও মহানগর রাজস্ব সার্কেলের চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।


সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে।

 

আরও পড়ুন: গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: উপদেষ্টা


এছাড়াও মাঠপর্যায়ের সকল ভূমি কর্মকর্তা-কর্মচারীদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সালেহ আহমেদ।


সভায় ঢাকা মহানগর রাজস্ব সার্কেল ও ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন। তারা ভূমি নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।


এসময় ভূমি সচিব সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে কতিপয় নির্দেশনা দেন।


সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন