ভুয়া সিল ব্যবহার করে জমির দলিল, যৌথবাহিনীর হাতে ধরা

৪ সপ্তাহ আগে
ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরির সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জয়দেবপুর শহরের চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের এক সদস্যকে আটক করা হয়।

পুলিশ জানায়, শুধু ভুয়া দলিলই নয় সরকারি সকল নথিপত্র তৈরি করতো এ চক্রটি। গাজীপুরের বিভিন্ন জায়গায় একই জমির একাধিক দলিলের অভিযোগ আসে সেনাবাহিনীর কাছে। পরে তদন্তে নেমে এই চক্রটির সন্ধান মেলে। এই চক্রের মূলহোতা দলিল লেখক হাবিবুল্লাহ। কিন্তু অভিযানে সোহেল রানা নামে একজনকে ভুয়া সিল, জাল নথিপত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

 

আটককৃত সোহেল রানা বলেন, আমি শুধু সাপ্লাই দেই, কাগজপত্র অফিসের মালিক হাবিবুল্লাহ সরবরাহ করেন। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী আশরাফ এখানে নিয়মিত যাতায়াত করতেন বলেও জানান সোহেল রানা।

 

আরও পড়ুন: গাজীপুরে মহানগর অতিরিক্ত দায়রা জজের বাসায় চুরি, আটক ৩

 

অভিযানে বিপুল পরিমান জাল দলিল ও ভুয়া সিলসহ চক্রের এক সদস্যকে গ্রেফতারের পাশাপাশি জড়িতদের ধরতে মাঠে নামেছে যৌথবাহিনী। এ ঘটনায় সরকারি কোনো কর্মকর্তা জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন: গাজীপুরে অনুমোদনহীন মেলায় শুরু হলো জুয়া ও লটারি বাণিজ্য, নিশ্চুপ প্রশাসন!

 

গাজীপুর সদর মেট্রো থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, জমির গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলো ভূমি অফিস সরবরাহ করার কথা সেগুলো এখান থেকে নকল করে দেয়া হচ্ছে এমন অভিযোগ ছিলো গাজীপুর আর্মি ক্যাম্পে। উনারা আজকে এখানে অভিযানে এসেছেন, আমাদেরকেও নিয়ে এসেছেন। আমরা এসে এর সত্যতা পেয়েছি। এর সাথে আরও কারা জড়িত সেটি শনাক্ত করতে আমরা কাজ করবো। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন