সৌদি সরকার ২০৩০ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন।
২০১৫ সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে, যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এ উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী।
আরও পড়ুন: সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
সম্প্রতি দেশটির বুরাইদা আলগাসিম শহরে আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা। যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশের যারা ব্যবসা বা ইনভেস্ট করতে চান তাদের জন্য বৈধভাবে ট্রাস্টটেড উপায়ে একটা সুযোগ করে দিয়েছেন। এটা সৌদি আরবের ২০৩০ ভিশন বাস্তবায়নের একটি পার্ট।
আরও পড়ুন: ৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা।
কর্মশালায় জানানো হয়, প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে, দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়।
]]>