প্রতিবাদী রূপ দেখে কেউ যদি ভেবে নেন ভিনি অত্যন্ত রাগী, তাহলে কিলিয়ান এমবাপ্পের ধারনার সঙ্গে তারটা মিলবে না। ফরাসি তারকা জানাচ্ছেন, ব্রাজিলিয়ান ফুটবলার খুবই নম্র। ভিনির অনেক গুণের মধ্যে এটা তার পছন্দের।
রিয়াল মাদ্রিদ টিভিকে কিলিয়ান বলেন, ‘সবাই ওকে জানে। ওর গুণ দেখে। দলগত অনেক পুরস্কার জিতেছে, ব্যক্তিগত পুরস্কারও। কিন্তু এটা তার নম্রতা। সে সময় আমার সঙ্গে, মানুষের সঙ্গে। এটা আমার অনেক ভালো লাগে।’
আরও পড়ুন: জুনে চুক্তি শেষ হবে, এই ফুটলাররা এখনই দলবদলের আলাপ চালাতে পারেন
আগেই বলা হয়েছে, ভিনির অনেক গুণ আছে। নম্রতার কথা জানলেন। বাকিগুলোও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে?
দারুণ সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদে আসা ভিনিসিউসের প্রথম কয়েকটি মৌসুম ভুলে যাওয়ার মতো। ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১; এই তিন মৌসুমের প্রতিটিতেই ৩০টির করে বেশি ম্যাচ খেলে গোলসংখ্যাকে দুই অংকে স্পর্শ করাতে পারেননি তিনি। কিন্তু ভিনি দমে যাননি। ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪; এই তিন মৌসুমের প্রতিটিতেই ২০টির বেশি করে গোল করেছেন, তিন মৌসুমে অ্যাসিস্ট সর্বমোট ৫২টি। ব্রাজিলিয়ান তারকার হার না মানার এই মানসিকতাও তো একটা গুণ। গুণ তো তার দুরন্ত ড্রিবলিং, প্রতিপক্ষকে নাটমেগ, বল নিয়ে গতির ঝড় ও ফিনিশিংও।
আরও পড়ুন: সমর্থকদের নতুন বছরের উপহার দিলো রিয়াল মাদ্রিদ
ভিনি শুধু পারফর্ম করেই যাচ্ছেন না, একের পর এক পুরস্কার ঝুলিতে ভরছেনও। মাদ্রিদের ক্লাবটির দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে অসামান্য অবদান তার, লিগসহ আরও ১২টি শিরোপার কথা নাই বলা হলো। গত বছর ব্যালন ডি’অরের জন্য অন্যতম সেরা দাবিদার ছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত তা তার পকেটে যায়নি। তবে ফিফা বর্ষসেরা ঠিকই হয়েছেন। জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশেও।