শনিবার (২৯ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ভাষানটেক থানা জামায়াত আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন খানের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা প্রচার ও আইটি সম্পাদক হাফেজ আলী হোসাইন, বায়তুলমাল সম্পাদক সেলিম রেজা, জামায়াত নেতা ফারুক হোসেন, শামীম আহমেদ, হারুন খান, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, সাইফুল ইসলাম ও আকবর হোসেন প্রমূখ।
কসবায় জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সরকার, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ নুরুল মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: পাবনায় জামায়াত নেতার বিরুদ্ধে ‘অপবাদ’, প্রতিবাদ সভা
উত্তরায় সুবিধা বঞ্চিত নাগরিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের নেতা অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক আমির ইবনে কারীম আহমেদ মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পল্লবীতে জামায়াতের ঈদ উপহার বিতরণ
গত ২৮ মার্চ পল্লবী মধ্য থানার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক কর্নেল (অব.) আব্দুল বাতেন। থানা আমীর রইসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজনের সঞ্চালনায় চার শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।