শনিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। বিয়ের পরই সুখবর দেন নতুন গান ‘একা ঘর আমার’ প্রকাশ্যে আসার।
স্যাড-রোমান্টিক গানটির কথা ও সুর করেছেন তাহসান নিজেই। তবে এ সুখবরের রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন সুখবর দিলেন গায়ক।
জানা যায়, এবারের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আসছে তার নতুন গান ‘জনম জনম’। ‘জংলি’ সিনেমার জন্য গাওয়া এ গানটি।
গানটিতে তাহসানের সঙ্গে গেয়েছেন কন্ঠশিল্পী আতিয়া আনিসা। গায়ক ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে গানটি লিখেছেন ও সুর করেছেন সংগীত দুনিয়ার জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী-পরিচালক প্রিন্স মাহমুদ।
আরও পড়ুন: কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান
সিনেমায় প্লেব্যাক করা প্রসঙ্গে কণ্ঠশিল্পী তাহসান বলেন, গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার প্লেব্যাকের সুযোগ হলো।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের সময় ‘কেঁদেছিলেন’ তাহসান, ভিডিওটার সত্যতা কী?
প্রসঙ্গত, ‘জংলি’ সিনেমার সব গান তৈরির দায়িত্বে রয়েছেন প্রিন্স মাহমুদ। এর আগে একটি সিনেমার সব গান তৈরির দায়িত্বে তিনি থাকলেও সে সিনেমার কাজ শেষ হতে সময় লাগবে। তাই ‘জংলি’-ই প্রথম সিনেমা, যেখানে সব গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ।
]]>