গ্রুপ টেবিলে চার ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৮। অন্যদিকে ভারত ও বাংলাদেশের পয়েন্ট ২ করে। আগামী নভেম্বর ও মার্চে ভারত ও বাংলাদেশের ম্যাচগুলো এখন কেবল নিয়মরক্ষার। বর্তমান অবস্থায় ভারত তৃতীয় ও বাংলাদেশ চতুর্থ স্থানে আছে।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে হ্যাভিয়ের কাবরেরার দল। সবশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারার পরই কার্যত দলটি খাদের কিনারায় চলে গিয়েছিল।
আরও পড়ুন: হংকংকে কাঁপিয়ে আক্ষেপের ড্র বাংলাদেশের
তবুও ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শোমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে নিয়ে আশাবাদী ছিল বাংলাদেশ দল। কিন্তু মঙ্গলবারের ম্যাচে জয় না পাওয়ায় সেই আশাটুকুও নিভে গেল।
এখন বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের লক্ষ্য থাকবে টেবিলের অবস্থান যতটা সম্ভব উপরের দিকে নেয়া এবং আগামী টুর্নামেন্টের জন্য দলকে নতুন করে গড়ে তোলা।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·