শোকবার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য খ্যাত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেছেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিংশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
আরও পড়ুন: মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক ঘোষণা
তার মৃত্যুতে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে ভারতের উদার অর্থনীতির ‘স্থপতি’ হিসেবে বিবেচনা করা হয়।
]]>