গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মুতুসামি সাত নম্বরে নেমে শতকের দেখা পান। শুধু তাই নয়, ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইয়ানসেন। যেখানে এমন ব্যাটিং সহায়ক উইকেটেও ভারতের মাত্র এক ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পেয়েছেন। ভারতের এমন সাধারণ ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রবি শাস্ত্রী।
ভারতের সাবেক কোচ শাস্ত্রী বলেন, 'এটা এখনও ভালো উইকেট। ১২২ রানে ৭ উইকেট হারানোর মতো পিচ নয় এটা, খুবই সাধারণ মানের ব্যাটিং। ভারতকে স্বীকার করতেই হবে যে, এটা খুবই সাধারণ মানের ব্যাটিং।'
আরও পড়ুন: ফলো-অন না দিয়ে ব্যাটিংয়ে দ. আফ্রিকা, ভারতকে চাপে রেখে তৃতীয় দিন শেষ
এদিকে ভারতকে আবারও বোলিংয়ে পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৩০০'র উপরে লিডও নিয়ে নিয়েছে তারা। এখনও দুই দিন খেলা বাকি। এখন দেখার বিষয় ভারতকে কত রানের লক্ষ্য ছুঁড়ে দেয় প্রোটিয়ারা।
২ ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে প্রথম ম্যাচটি জিতে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

২ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·