তবে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে সংস্থাটি ভারতের প্রসঙ্গ টেনে বলেছে, ভারতের ‘ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব’ মোকাবেলায় পাকিস্তান কানাডার আসন্ন সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।
কানাডায় আগামী ২৮শে এপ্রিল জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে গত সোমবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে সতর্ক করে দেশটির গোয়েন্দা সংস্থা সিএসআইএস।
সংস্থাটির পরিচালন বিভাগের উপ-পরিচালক ভেনেসা লয়েড বলেন,
পাকিস্তানে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব মোকাবেলা করার কৌশলগত লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে পাকিস্তান সরকার কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।
আরও পড়ুন: কানাডার নির্বাচনে ফের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ চীন-ভারতের বিরুদ্ধে
ভারত প্রসঙ্গে লয়েড বলেন, ‘আমরা আরও দেখেছি যে ভারত সরকারেরও কানাডীয় সমাজ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ইচ্ছা এবং ক্ষমতা রয়েছে তার ভূ-রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করার জন্য।’
কানাডার গোয়েন্দা সংস্থা এর আগেও ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। সংস্থাটি ২০২৪ সালের এপ্রিলে সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপ নিয়ে একটি তদন্তের অংশ হিসেবে একটি সারসংক্ষেপ প্রকাশ করে।
তাতে ভারত ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, দেশ দুটি ২০২১ ও ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ‘গোপন’ কর্মকাণ্ড চালিয়েছে।
আরও পড়ুন: মন্দিরের দানবাক্স খুলতেই চমক, মিলল সোনা-রুপাসহ কোটি কোটি টাকা
আরও অভিযোগ করা হয়, ২০২১ সালে ভারত সরকার খালিস্তানি আন্দোলন বা পাকিস্তানপন্থি অবস্থানের প্রতি সহানুভূতিশীল ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত নির্দিষ্ট নির্বাচনী এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
ভারত ওই তদন্তকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে এবং বলে, কানাডাই তাদের (ভারতের) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
তথ্যসূত্র: এনডিটিভি
]]>