ভারতের বিপক্ষে হামজার অভিষেক, একাদশে নেই জামাল

৩ সপ্তাহ আগে
ক্রিকেটের জোয়ারে ফুটবলের জনপ্রিয়তা ক্রমেই তলানিতে নামছিল। কিন্তু দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে উন্মাদনা তুঙ্গে। ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার মতো বিশ্বমানের ফুটবলার জাতীয় দলে নাম লেখানোয় দেশের ফুটবল নিয়ে আগ্রহ জেগেছে, তার ওপর ম্যাচটায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ আজই দূর করতে চায় ভারতের বিপক্ষে জয়খরা।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।


গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে প্রত্যাশানুযায়ী আছেন হামজা চৌধুরী। ৮ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। তবে একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। জামালের বদলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন তপু বর্মণ।

 

আরও পড়ুন: যেভাবে বাংলাদেশ-ভারতের ম্যাচটি দেখতে পারবেন


ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন ডিফেন্ডার তারিক কাজী। একাদশেই আছেন তিনি।


২০০৩ সালের পর ভারতের বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এই দীর্ঘ জয়খরা কাটাতে আজ বাংলাদেশের ভরসা হামজা চৌধুরী। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বহুল প্রত্যাশিত অভিষেক হচ্ছে আজ। লাল সবুজের জার্সিতে অভিষেকটা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। 


বাংলাদেশের একাদশ: মিতুল মারমা; তপু বর্মণ (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শাকিল তপু, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন; হামজা দেওয়ান চৌধুরী, মজিবর জনি, শেখ মোরসালিন; শাহরিয়ার ইমন ও রাকিব হোসেন।


ভারতের একাদশ: বিশাল কাইথ; রাহুল ভেকে, শুভাশিস বোস, সন্দেশ জিঙ্গান (অধিনায়ক); লিস্টন কোলাচো, ফারুখ হাজি চৌধুরী, উদান্ত সিং কুমাম; সুনীল ছেত্রি, আয়ুশ দেব ছেত্রি, লালেংমাউইয়া আপুলা ও বরিশ সিগ থাঙ্গাম। 

]]>
সম্পূর্ণ পড়ুন