অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২ উইকেটে জিতেছে। ভারতের ২৬৪ রানের জবাবে ২২ বল হাতে রেখে জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচের সিরিজ নিশ্চিত হলো ২-০ ব্যবধানে। ২৫ অক্টোবর সিডনিতে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে।
রান তাড়ায় ৫৪ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে জেতান কুপার কনোলি ও মিচেল ওয়েন। ম্যাথিউ শর্ট জয়ের ভিত গড়ে দিয়ে যান। ট্রাভিস হেডের সঙ্গে ২৪, ম্যাট র্যানশ’র সঙ্গে ৫৫ ও আলেক্স ক্যারির সঙ্গে ২৩ রানের জুটি গড়ে তিনি ৭৪ রানে আউট হন। হেড ২৮, র্যানশ ৩০ ও ক্যারি করেন ৯ রান। হার্শিত রানা ও আর্শদীপ সিংয়ের পেস তোপে কিছুটা চাপে পড়া অস্ট্রেলিয়া সামলে উঠে কনোলি ও ওয়েনে।
আরও পড়ুন: পাকিস্তানের মাটিতে ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়
ষষ্ঠ উইকেটে ওয়েন ও কনোলি গড়েন ইনিংস সর্বোচ্চ ৫৯ রানের জুটি। ওয়েন ২৩ বলে ৩৬ রান করে আউট হলেও কনোলি শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন। ৫৩ বলে ৬১ রান করেন তিনি। ভারতের হয়ে রানা, আর্শদীপ ও সুন্দর নেন ২টি করে উইকেট।
প্রথম ওয়ানডের মতো এ ম্যাচেও অস্ট্রেলিয়া টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। শুভমান গিল জাভিয়ের বার্টলেটের শিকার হয়ে ফিরে যান দলীয় ১৭ রানের মাথায়। ওয়ানডাউনে নেমে কোহলি মারেন ৪ বলে ডাক। আগের ম্যাচে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেনি। ২৯২ ইনিংসের ক্যারিয়ারে কোহলি এর আগে কখনও টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হননি।
প্রথম ওয়ানডেতে ৮ রান করা রোহিত আজ করেন ৭৩। ৭ চার ও ২ চারের মার শেষে তিনি যখন আউট হন, ততক্ষণে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১১৮ রানের জুটি হয়ে যায়। আইয়ার করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান। বাকিদের মধ্যে অক্ষর প্যাটেল ৪৪, হার্শিত রানা ২৪, আর্শদীপ সিং ১৩, ওয়াশিংটন সুন্দর ১২ ও লোকেশ রাহুল ১১ রান করেন। ৬০ রানের বিনিময়ে অ্যাডাম জাম্পা নেন ৪ উইকেট। বার্টলেট ৩ ও মিচেল স্টার্ক পান ২টি উইকেট।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·