আগামী রোববার (৯ মার্চ) পর্দা নামছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে রইল ভারত ও নিউজিল্যান্ড।
ফাইনালে দুদল মুখোমুখি হওয়ার আগে আবারও আলোচনায় আসরে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে। শুধু ভারতের জন্যই এবারের আসর হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয় আইসিসি। যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান-দুবাই-পাকিস্তানে টানা ভ্রমণের ঝক্কি পোহাতে হয়েছে, সেখানে এক দুবাইতেই সব ম্যাচ খেলেছে ভারত। এদিক থেকে অন্য দলগুলোর তুলনায় অবশ্য ঝক্কিটা বেশি গেছে নিউজিল্যান্ডের। কিউইদের আবারও পাকিস্তান থেকে দুবাই গিয়ে প্রস্তুত হতে হচ্ছে ফাইনালের জন্য।
অবশ্য ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে কোনো কথা বলেননি কিউইদের সিনিয়র তারকা উইলিয়ামসন। নিজেদের মনোযোগ শুধু ক্রিকেটে উল্লেখ করে তিনি বলেন, ‘যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি (ভারতের বাড়তি সুবিধা) নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।’
আরও পড়ুন: হৃদয়-অঙ্কনের ব্যাটে বড় জয় মোহামেডানের
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষেই দুবাইতে খেলেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪৪ রানে হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব।
ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’
আরও পড়ুন: মুশফিকের বিদায়ে যা বললেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক
শিরোপার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দুপুর ৩টায় ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
]]>