শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজ শেষে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও সমাবেশে মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের ওপর হত্যা, নির্যাতন, পথে-ঘাটে বস্তুহরণ, মসজিদ-মাদ্রাসা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন: বিএনপির ৩১ দফা নিয়ে পঞ্চগড়ে প্রশিক্ষণ কর্মশালা
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে ভারত ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।’
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্যাতন বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মীর মুর্শিদ তুহিন, দপ্তর সম্পাদক নুর আলম, হাফেজ লিয়াকত আলী, হাফেজ সোহেল রানা এবং কোন অধিকার পরিষদের মাহফুজুর রহমান প্রমুখ।
]]>