ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

১ সপ্তাহে আগে
সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তিনি ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৫ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ভারতীয় ভূখণ্ড কাঁটা তারের ভেতরে এ ঘটনা ঘটে। 


নিহত সবুজ মিয়া বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল সীমান্তবর্তী পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে 

 

আরও পড়ুন: ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যে ব্যাখ্যা দিলো বিজিবি


এদিকে শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টায় গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।


এর আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ জানান, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খবর পান, দমদমীয়া সীমান্তে পাহাড় তলী এলাকায় সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসীয়ার গুলিতে সবুজ মিয়া মারা গেছেন। সীমান্তের ওপারে কাঁটাতারের ভেতরে মরদেহটি পড়ে ছিল। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় রাতে গোয়াইনঘাট থানায় একটি জিডি করা হয়েছে।’

 

আরও পড়ুন: রেলের শীর্ষ পদে রদবদল

 

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসীয়ার গুলিতে সবুজ মিয়া ভারতীয় খাসিয়ার গুলিতে মারা গেছেন বলে সন্ধ্যায় খবর পাওয়া যায়। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বিজিবি ঘটনাস্থলের বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে সবুজ গরু পারাপারের জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। 

 

শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায় তার পরিবার। পরে বিষয়টি বিজিবিকে জানালে তাদের পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন