ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডারকে রাস্তায় ফেলে মারধর!

৩ সপ্তাহ আগে
বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনীর একজন উইং কমান্ডারকে মারধর এবং তার স্ত্রী, যিনি নিজেও বিমান বাহিনীর কর্মকর্তা, তাকে হেনস্থার অভিযোগ উঠেছে। তারা দু’জন বিমানবন্দরে যাওয়ার পথে একদল লোক এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মারধরে ওই উইং কমান্ডার মুখ এবং মাথায় আঘাত পেয়েছেন।

 

মুখ ও ঘাড়ে রক্ত লেগে থাকা ওই অফিসার ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। উইং কমান্ডার বোস’র স্ত্রী স্কোয়াড্রন লিডার মধুমিতা, বেঙ্গালুরুর সিভি রমন নগরের ডিআরডিও কলোনি থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলেন।

 

ওই অফিসার বলেন, ‘পেছন থেকে একটা বাইক এসে আমাদের গাড়ি থামালো... লোকটি (মোটরসাইকেল চালক) কন্নড় ভাষায় আমাকে গালিগালাজ করতে শুরু করলো। গাড়িতে ডিআরডিও স্টিকার দেখেই সে আমার স্ত্রীকে গালিগালাজ করে, যা আমি আর সহ্য করতে পারিনি। এরপর গাড়ি থেকে নামার সাথে সাথেই ওই বাইকার আমার কপালে চাবি দিয়ে আঘাত করে।’ 

 

 

তিনি আরও বলেন, ‘রক্ত ঝরতে শুরু করলে আমি সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, আমরা যাদের রক্ষা করি, তোমরা সেই সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সাথেই এমন আচরণ করো! আশ্চর্যজনকভাবে, সেসসময় আরও কয়েকজন এসে আমাদের গালিগালাজ করতে শুরু করে। লোকটি (মোটরসাইকেল চালক) একটি পাথর তুলে আমার গাড়িতে আঘাত করার চেষ্টা করে এবং এটি আমার মাথায় আঘাত করে... এই হলো আমার অবস্থা।’ 

 

আরও পড়ুন: ভারতে ইস্টার সানডের সভায় হিন্দু পরিষদের হামলা, ‘জয় শ্রীরাম’ স্লোগান!

 

গাড়িতে বসে রেকর্ড করা ওই ভিডিওতে বোস বলেন, 

আমরা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই হলো কর্ণাটকের অবস্থা... আমি বিশ্বাস করতে পারছি না। ঈশ্বর আমাদের সাহায্য করুন, তিনি আমাকে প্রতিশোধ না নেয়ার শক্তি দিন। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের সাহায্য না করে, আমি প্রতিশোধ নেব।

 

তিনি সেই ব্যক্তির ছবিও শেয়ার করেছেন যে প্রথমে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় এনডিটিভি।

 

তবে হামলাটি বিনা উসকানিতে হয়েছে নাকি অন্য কোনো কারণে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, কোনো আনুষ্ঠানিক অভিযোগ না হওয়ায় তারা ওই কর্মকর্তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তারা ওই অফিসারের স্ত্রীকে শনাক্ত করেছে এবং ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করার চেষ্টা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন