তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ভারতকে একপ্রকার নাচিয়ে ছেড়েছে। টিম ইন্ডিয়া ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪৬ রানে অলআউট হয়েছে, বোলিংয়েও কখনও কখনও ধার দেখা যায়নি। মহত্বের এই সিরিজ জয়ের নায়ক উইল ইয়ং। ২ হাফসেঞ্চুরিতে ৬ ইনিংসে ২৪৪ রান করেছেন তিনি, হয়েছেন সিরিজসেরা। তাকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে নামছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৪টায় হ্যাগলি ওভালে ইংলিশদের মুখোমুখি হবে।
আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় পাস করলেন তামিম ইকবাল
চোট সংক্রান্ত কারণে কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে সিরিজে উইল ইয়ং খেলেছিলেন। ফেব ফোরের কিউই সদস্যের ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে দলে প্রত্যাবর্তন ঘটছে। জাতীয় দলের জার্সিতে সবশেষ সেপ্টেম্বরে খেলেছিলেন তিনি। তাকে জায়গা করে দিতেই ইয়ংয়ের ছাঁটাই।
ইয়ং বাদ পড়লেও তাকে নিয়ে স্তুতি অধিনায়ক টম লাথামের মুখে। তিনি বলেন, ‘সে ভারতের বিপক্ষে দারুণ খেলেছে। আমাদের জন্য ওটা ছিল মহৎ কাজ। ইয়ং কোনো ভুল করেনি। দুর্ভাগ্য হচ্ছে ওকে আমরা একাদশে রাখতে পারছি না। সিদ্ধান্তটা নেয়া আমাদের জন্য কঠিন ছিল।’
আরও পড়ুন: ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারিয়েছেন যারা
উইলিয়ামসন ছাড়াও ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ড একাদশে যোগ হচ্ছেন আরও একজন—নাথান স্মিথ। ২টি ওয়ানডে খেললেও টেস্ট দলের জার্সিতে এটাই হবে স্মিথের অভিষেক ম্যাচ। ২৬ বছর বয়সি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার ৯১৯ রান করেছেন, উইকেট নিয়েছেন ১৪৪টি।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, টিম সাউদি, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রোরকে।
]]>