ভারতকে ধমক ও রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: আব্দুস সালাম

১ সপ্তাহে আগে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই সরকারের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। ভারতকে ধমক দেয়ার জন্য ও তাদের ঠেকাতে হলে বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। বিএনপি ছাড়া টুপি রক্ষা করার কেউ নাই।

শুক্রবার (০৪ জুলাই) বিকেলে ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

তিনি বলেন, ‘যারা আজকে আমাদের বিরোধিতা করছে তারা সারা দেশে কয়টা সিট পাবে? বেগম খালেদা জিয়ার আপনাদের জন্য অনেক দুর্নাম হয়েছে। আপনারা এখন খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন কেন? অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মিলাতে চান। আসলে আওয়ামী লীগ চোরের দল, লুটেরার দল। আর বিএনপি গণমানুষের দল। দেশে সংকট কিন্তু কাটেনি, ফ্যাসিস্ট হাসিনা সীমানার উপরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপিকে কেউ ক্ষতি করতে পারবে না। জনগণ বিএনপির পক্ষে আছে। গত ১৫ বছরে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, ব্যবসা ধ্বংস হয়েছে, তবুও দেশ ছেড়ে যায়নি।’
 

হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনাদের উপর আজকে দিয়ে গেলাম। তুহিন পাবনা-৩ আসনে নিতে আসেনি। তিনি দিতে এসেছেন। তুহিন অত্যন্ত সৎ ও দক্ষ সংগঠক। টেকনাফ থেকে তেতুলিয়ার কৃষকদের সংগঠিত করতে দলের দু:সময়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। দলের জন্য জীবন কিন্তু বিপন্ন হয়েছে তার। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সাংসদে পাঠাতে হবে।’
 

আরও পড়ুন: সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না: রিজভী


পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘এই অঞ্চলে আমার একটা ভাই নেই, বোন নেই, নেই কোনো আত্মীয় স্বজন। বাড়িঘরও নেই। আপনারাই আমার ভাইবোন ও আত্মীয় স্বজন। সবাই আপন ভাইয়ের মতো ভাই হয়ে কাজ করবেন। দলের সুসময়ে ও দুঃসময়ে আমি আপনাদের পাশে থাকব। মেধাবীদের চাকরির ব্যবস্থা করব। ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়া হবে। কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। সবাই মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবে। আন্দোলনের পাশে ছিলাম থাকব। এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিনত করে দেওয়া হবে।’
 

ভাঙ্গুড়া উপজেলার বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ, চাটমোহর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন