রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনের মঞ্চ পরিদর্শনের সময় দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, আগামীতে আর কোনো ফ্যাসিবাদের স্থান এই দেশে দেয়া হবে না। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারো বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। তবে তাকে দেশে আসতে হবে, ক্ষমতায় বসার জন্য না বিচারের জন্য। হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে জুলুম-নির্যাতন, গণহত্যা ও নৈরাজ্য চালিয়েছেন তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং জনগণের সামনেই হবে।
আরও পড়ুন: জামায়াত-শিবিরকে পুরনো শকুন ব্যঙ্গ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভারতকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা বলেন, এ মুহূর্তে এই ঐতিহাসিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই ভারতীয়দের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। সমতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশের ওপর কোনো দাদাগিরি চলবে না। এটা হাসিনা সরকারের রাষ্ট্র নয়। আমাদের উপর খবরদারি করলে জনগণ তা মেনে নেবে না। আগ্রাসনের বিরুদ্ধে আগামীকালের সমাবেশটি হবে ঐতিহাসিক সমাবেশ।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম বলেন, এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে জামায়াত আমিরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর পুনঃরায় চালু, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব পাঠাবো। যাতে এই সরকারের আমলেই ঠাকুরগাঁওবাসীর দাবিগুলো পূরণ হয়।
আরও পড়ুন: মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকার জামায়াতের ক্ষতি করেছে: শফিকুর রহমান
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।
]]>