ভারত-পাকিস্তানের বিরোধ মিটে গেছে: ট্রাম্প

১ সপ্তাহে আগে
পাকিস্তান ও ভারতের বিরোধ মিটে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের পরিবর্তে বাণিজ্যের দিকে মনোনিবেশ করতে দুই দেশকে আহ্বান করেছেন বলেও জানান ট্রাম্প।

 

বৃহস্পতিবার (১৫ মে) কাতারের একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা পালন করেছেন, দাবি করেছেন যে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখন ‘মীমাংসা’ হয়েছে।’ 

 

এ সময় ট্রাম্প আরও বলেন, এতে পাকিস্তান এবং ভারত দুই দেশই খুশি হয়েছে।

 

আরও পড়ুন:ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 

তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প। 

 

কূটনীতি এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে শনিবার (১০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে খারাপ সংঘাত বন্ধ হয়।


ট্রাম্প বলেন, ‘আমরা সমস্যার সমাধান করতে পেরেছি এবং এতে সবাই খুব খুশি। আমি আপনাকে বলব যে, দেখে সত্যিই মনে হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’


২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানায়। 

 

এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালে সংঘাত শুরু হয় দুই দেশের। চারদিনের টানা সংঘাতের পর শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। 

 

আরও পড়ুন:অ্যাপলের পণ্য ভারতে উৎপাদন হোক আমি চাই না: সিইওকে ট্রাম্প

 

এ বিষয়ে দীর্ঘ সময় ভারত-পাকিস্তানের নেতৃত্বের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয় বলেও দাবি করেন ট্রাম্প। 

 

সূত্র: ডন

]]>
সম্পূর্ণ পড়ুন