ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘের

১ সপ্তাহে আগে
ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বলেছেন, সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গত ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান সরকারের ‘সরাসরি কোনো যোগাযোগ হয়নি’। তবে তিনি ‘পরিস্থিতি খুব নিবিড়ভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন’।

 

ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২২ তারিখে জম্মু ও কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দায় আমরা খুবই স্পষ্ট ছিলাম, যেখানে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’ 

 

আরও পড়ুন: সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু!

 

তিনি উভয় সরকারকে ‘সর্বোচ্চ সংযম অনুশীলন করতে এবং পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তা নিশ্চিত করতে’ উৎসাহিত করেছেন।

 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমদের বিশ্বাস, পাকিস্তান ও ভারতের মধ্যে যেকোনো সমস্যা অর্থপূর্ণ পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং তা-ই করা উচিত।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

]]>
সম্পূর্ণ পড়ুন