ভাইবোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন সোনুর, বিশেষ ইঙ্গিত নেহার

৩ দিন আগে
পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা কাক্কর। গায়িকার সঙ্গে তার বড় বোন সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদন থেকে জানা যায়, তিন ভাইবোনের সংসার নেহা কাক্করের। বড় বোন সোনু কাক্কর ও ভাই টনি কাক্কর। তিনজনের পরিবারে ছিল মায়া ও বন্ধন।

 

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ শনিবার (১২ এপ্রিল) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোনু লেখেন, সবাইকে জানাতে চাই, আমি আর টনি ও নেহা কাক্করের মতো দুই টেলেন্ট সুপারস্টারের বোন নই। মানসিক যন্ত্রণা থেকে এ সিদ্ধান্ত আমি নিয়েছি। আজ আমার হৃদয় সত্যি ভেঙে গেছে।

 

বড় বোনের এমন পোস্টের কোনো প্রতিউত্তর না দিলেও মঙ্গলবার (১৫ এপ্রিল) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন নেহা। ছবিতে দেখা যাচ্ছে, ভাই টনি ও স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে চার্টার্ড বিমানে করে দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন নেহা। ক্যাপশনে তিনি লিখেছেন, পরিবার, উড়ে যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে।

 

আরও পড়ুন: লন্ডনের বুকে বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি

 

এমন পোস্টের পর মিশ্র মন্তব্য করছেন নেটিজেনরা। বেশিরভাগই বলছেন, এ পোস্টের মাধ্যমে বড় বোনের উদ্দেশে বিশেষ বার্তাই দিতে চেয়েছেন নেহা। যা ভালো লাগেনি ভক্তদেরও।

 

আরও পড়ুন: সুখবর দিলেন মাহিরা ও ওয়াহাজ

 

নিন্দুকরা বলছেন, বোন সোনুর কারণেই শোবিজে জায়গা করে নিতে পেরেছিলেন নেহা ও টনি। কিন্তু নিজেরা সুপারস্টার হয়ে যাওয়ার পর আর বড় বোনকে পাত্তা দেন না তারা। যা হৃদয় ভেঙে দিয়েছে গায়িকা সোনুর।  

]]>
সম্পূর্ণ পড়ুন