ভবন সংস্কারের পরও মিটবে না নারী ফুটবলারদের আবাসন সঙ্কট

৪ সপ্তাহ আগে
প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে বাফুফে ভবন। সব কাজ গুছিয়ে এনে দ্রুতই ফিফার কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করবে ফেডারেশন। তবে সংস্কারের পরও নারী ফুটবলারদের মিটবে না আবাসন সঙ্কট। কারণ ফাউন্ডেশনের লোড ক্যাপাসিটি না থাকায় উপরের দিকে ভবন সম্প্রসারণ সম্ভব নয়। যদিও সম্ভাব্যতা যাচাইয়ে বুয়েটের শরণাপন্ন হবে বাফুফে।

ভবন সংস্কারের জন্য ফিফা থেকে প্রায় সোয়া চার কোটি টাকা বরাদ্দ পাবে বাফুফে। এই টাকার সঠিক ব্যবহারের জন্য বৈঠকে বসেছিল প্রকিউরমেন্ট কমিটি। যেখান থেকে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

 

বাফুফের চার তলায় থাকা নারী দলের আবাসন সঙ্কট পুরনো সমস্যা। এবার সংস্কারের জন্য মোটা অঙ্কের বরাদ্দ এলেও এই সঙ্কট সমাধানের সুযোগ আপাতত নেই। কারণ ফাউন্ডেশন যথেষ্ট মজবুত না হওয়ায় উপরের দিকে বিল্ডিং সংস্কারের সুযোগ নেই। তারপরও কাজে হাত দেওয়ার আগে বুয়েটের পরামর্শ নিতে চায় বাফুফে।

 

এ বিষয়ে প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘চার তলার উপরে আমাদের আপাতত সংস্কারের মধ্যে নেই। সভাপতি তাবিথ (আউয়াল) ভাই খুবই চেষ্টা করছেন, কিছু করা যায় কি না। আমরা ইতোমধ্যে যেটা জেনেছি, ‍বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে দেখবে, তবে লোড ক্যাপাসিটি নেই। তো ওখানে কিছু করা সম্ভব হবে না।’

 

আরও পড়ুন: ভিয়েতনামের বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে

 

ভবন সংস্কারে মূলত নিচ তলায় ফোকাস দিচ্ছে বাফুফে। এছাড়াও দো তলায় নির্বাহী সদস্যদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হবে। নারী ফুটবলারদের জন্য রুম বাড়ানো সম্ভব না হলেও, তারা যেখানে আছেন তার সর্বোচ্চ আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে বাফুফে।

 

জাকির বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাধান্য দেওয়া হবে, যেন তারা (নারী ফুটবলাররা) ভালোভাবে বসবাস করতে পারে, ভালো খেতে পারে, তাদের ওয়াশরুম; সবকিছুই ভালোভাবে করা হচ্ছে। মেয়েরা আদতে এখানে থাকবে কি না, সেটাও আমাদের পরিকল্পনাতে আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গাতেও নিয়ে যেতে পারি। ওখানে যদি স্থায়ীভাবে থাকে, তাহলে অত্যাধুনিক ব্যবস্থা করা হবে।’

 

আরও পড়ুন: বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিলেন মোরসালিন

 

বরাদ্দ নিশ্চিত করতে একটি প্রস্তাবনা তৈরি করছে ফেডারেশন। সেটার ওপর নির্ভর করেই অর্থ ছাড় করবে ফিফা। সূত্র বলছে এই অঙ্কটা হতে পারে সাড়ে তিন লাখ ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন