বড়দিনের উৎসবের মাঝেই ‘বক্সিং ডে’ টেস্টের প্রস্তুতি ভারত-অস্ট্রেলিয়ার

২ সপ্তাহ আগে
বড়দিনের উৎসবের মাঝেই 'বক্সিং ডে' টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। কোহলি-গিল-জয়সওয়ালদের ব্যাটিং অ্যাপ্রোচ ও শট সিলেকশন নিয়ে প্রশ্ন উঠলেও মেলবোর্ন টেস্টের আগে আস্থা হারাতে চান না অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে একজন বাড়তি স্পিনার নিয়ে নামবে ইন্ডিয়া।

এদিকে এমসিজিতে ১৯ বছর বয়সি স্যাম কনস্টাসকে অভিষেক করাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। চোটের কারণে কিছুটা শঙ্কা থাকলেও ট্রাভিস হেডকে ফিট হিসেবে পাওয়ার আশা অজি কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের।

 

শুভমান গিলের নারী ভক্তের হৃদয় ভাঙলেন রোহিত শর্মা। এমসিজির প্র্যাক্টিস গ্রাউন্ডে গিলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। রোহিতকে অনুরোধও করেন তাকে ডেকে দিতে। কিন্তু, ভারতীয় ক্যাপ্টেন তা এড়িয়ে যান। অস্ট্রেলিয়া সফরে ব্যাটিংয়ের যে দশা, তাতে এসব ভালো লাগার কথাও নয়। রোহিত-কোহলিদের মতো অভিজ্ঞদের ব্যাটেও যেমন রান নেই, দায়িত্ব নিতে ব্যর্থ গিল-জয়সওয়ালরাও। তারপরও অবশ্য হাল ছেড়ে দিতে চান না অধিনায়ক।

 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘জয়সওয়ালের মতো খেলোয়াড়ের মানসিকতা পরিবর্তনের কিছু নেই। সে নিজের খেলা আমাদের চেয়ে ভালো বোঝে। একেক ভেন্যুতে একেক রকম চ্যালেঞ্জ। আমাদের মানিয়ে নিতে হবে। আর গিল সম্পর্কে বলব, তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাকে নিয়েও কিছু জটিল করতে চাই না। সে জানে কিভাবে বড় ইনিংস খেলতে হয়। আমরা যেটা চাই, ৩০-৪০ রানের ইনিংগুলোকে সে যেন বড় করে।’

 

আরও পড়ুন: ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে তারকারা

 

এই সিরিজে ওপেনিং ছেড়ে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করছেন রোহিত। টানা ব্যর্থতায় ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে বারবার। প্রশ্ন উঠছে ব্যাটারদের শট সিলেকশন নিয়েও। হাজার হাজার রান করলেও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট বিলিয়ে দেয়ার রীতি বদলাতে পারেননি কোহলির মতো তারকা। যদিও টেকনিক্যাল বিষয় কিংবা গেইম প্ল্যান প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন রোহিত।

 

তিনি বলেন, ‘কোহলি আধুনিক ক্রিকেটের গ্রেইট। তার সমস্যা সে নিজেই সমাধান করবে। আর ব্যাটিং অর্ডার নিয়ে এত চিন্তা বা আলোচনার কিছু নেই। দলের জন্য যেটা ভালো, সেটাই করা হবে।’

 

এমসিজির উইকেট পেস বান্ধব হলেও, ভেন্যুর কিউরেটর নিশ্চিত করেছেন- স্যুইংয়ের কারণে খেলাই যাবে না, এমনটা হবে না। আবার মেলবোর্নে প্রথম দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে দু’দলকে। সবকিছু বিবেচনায় একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত। একাদশে ফিরবেন ওয়াশিংটন সুন্দর।

 

নেটে জাসপ্রিত বুমরার পাশাপাশি কোহলি-রাহুলদের বিপক্ষে বোলিং করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ৩ ম্যাচের ইলেভেনে না থাকলেও চতুর্থটায় দেখা যেতে পারে এই পেসারকে।

 

এদিকে বড়দিন কেন্দ্র করে অস্ট্রেলিয়া জুড়ে উৎসবের আমেজ। যার রেশ স্বাগতিকদের ড্রেসিংরুমেও। তবে, গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে সিরিয়াস তারা।

 

ব্রিসবেন টেস্টে পায়ের মাংসপেশিতে টান লাগায় ট্রাভিস হেডকে নিয়ে রয়েছে উৎকণ্ঠা। যদিও রান মেশিনকে পেতে মরিয়া অজিরা। অনুশীলনে তার সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন হেড কোচ ও ফিজিও।

 

অন্তত ২ পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় ফিরছেন স্কট বোল্যান্ড। আর নেথান ম্যাকসুইনির পরিবর্তে ওপেনিংয়ে নামবেন স্যাম কনস্টাস। বক্সিং ডে’তে যার বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। ইয়ান ক্রেইগ, প্যাট কামিন্স ও টম গ্যারেটের পর চতুর্থ কনিষ্ঠ অজি ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হবে কনস্টাসের। এ ব্যাটারকে নিয়ে বড় আশা স্বাগতিকদের।

 

অজি কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড বলেন, ‘কনস্টাস অনেক ধরনের শট খেলতে পারে। প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে। তাকে নিয়ে রোমাঞ্চিত আমরা। আর হেডকে নিয়ে শঙ্কা দেখি না। আমার বিশ্বাস, তাকে ম্যাচে পাব। এছাড়া, মিচেল মার্শ সম্পূর্ণ ফিট। সে বোলিং করবে।’

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কে কোন গ্রুপে

 

এখন পর্যন্ত ৯ বার বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। অস্ট্রেলিয়ার ৫ জয়ের বিপরীতে ২ বার জিতেছে ভারত। তবে, ওই ২ জয়ই তারা পেয়েছে সবশেষ ২ ম্যাচে ২০১৮ ও ২০২০ সালে।

]]>
সম্পূর্ণ পড়ুন