আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা চৌধুরীর। তার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৫ এবং ভারত ১২৬ নম্বরে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার পাশাপাশি এই ম্যাচে স্বাগতিকও ভারত। তবে জামাল এসব নিয়ে ভাবতে আগ্রহী নন। তিনি বলেন, 'র্যাংকিং নিয়ে চিন্তা করি না। আমাদের ফোকাস ম্যাচ জিততে হবে।' ভারতকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে জামাল বলেন, ‘আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে চান তখন সব সময় জিততে চান, তাই নয়? আমরা কিন্তু তাই করতে চাই।’
আরও পড়ুন: নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে ভারতে দ্বিতীয় দিনের অনুশীলন বাংলাদেশের
বাংলাদেশের হয়ে এবার খেলবেন হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে নিয়ে ভারতীয়দের আগ্রহও তুঙ্গে। ম্যাচের বাড়তি আকর্ষণ হতে যাচ্ছেন তিনিই। হামজাকে নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'হামজা আসাটা আমাদের জন্য ইতিবাচক। অন্য খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন হয়েছে। খেলোয়াড়রা এখন জিততে চায়।'
২০১৯ সালে এশিয়ান কাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের আগে জামাল বলেছিলেন, ‘আইএসএলের কারণে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত।’ ছয় বছর পর কি অবস্থান পরিবর্তন হয়েছে জামালের? ভারতীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের দলপতি বলেন, 'আমি এখনো বলব আইএসএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে। তবে আমি মনে করি না দুই দেশের লোকাল ফুটবলারদের মধ্যে বড় কোনো পার্থক্য আছে।'
প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের উন্মাদনা ও দুই দেশের রাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন রোমাঞ্চের হাতছানি। আগামীকালের ম্যাচটায় চাপ অন্যান্যবারের চেয়ে একটু বেশিই হবে বলে বিশ্বাস জামালের, 'ভারত ম্যাচ মানেই চাপ। আগামীকাল দর্শকদের আগ্রহ থাকবে আরো বেশি।'