ব্রিটেনে আলোড়ন তুলল করবিনের নতুন রাজনৈতিক দল

৬ দিন আগে
ব্রিটিশ রাজনীতিতে কনজারভেটিভ-লেবারের পুরানো খেলার ভেতর নতুন কৌতূহল জাগিয়েছেন প্রবীণ রাজনীতিক জেরেমি করবিন। লেবারের সাবেক প্রধান এবার নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নিয়ে আলোড়ন তুলেছেন।

করবিনের নতুন রাজনৈতিক দল ঘিরে একদিকে জনতার মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীনদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। তবে রাজনীতির এই নাটকের শেষ দৃশ্য লিখবে কেবলই ব্রিটিশ জনগণ, এমনটাই মনে করা হচ্ছে।

 

দলের নাম এখনও ঠিক না হলেও আলোচনার কেন্দ্রে জেরেমি করবিন। গত নির্বাচনে স্বতন্ত্র এমপি হওয়ার পর এবার তার নজর নতুন দল গঠনে। এই রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই জেগেছে তুমুল আগ্রহ, দোলা দিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির ভোট ঘাঁটিতে।

 

করবিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ দলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই সদস্যরা নির্ধারণ করবেন নতুন দলের দিক-নির্দেশনা ও লক্ষ্য। চূড়ান্ত হবে নামও। বিশ্লেষকরা বলছেন, এই দলের উত্থান সরাসরি ভাঙন ধরাতে পারে লেবারের ভোটব্যাংকে। যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় অশনি সংকেত।

 

আরও পড়ুন: দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার / বাংলাদেশে নিজের বিরুদ্ধে দুর্নীতির বিচার নিয়ে যা বললেন টিউলিপ

 

সম্প্রতি নতুন দল গড়ার ঘোষণা দেন করবিন। এরপর মাত্র এক সপ্তাহেই ছয় লক্ষাধিক মানুষ যুক্ত হন করবিনের এই উদ্যোগে। এই সংখ্যা এখন প্রতিদিনই বাড়ছে। প্রকাশ্যে সমর্থন দিয়েছেন তরুণ এমপি জারা সুলতানাও। প্রবাসী বাঙালি নেতারাও মত দিয়েছেন করবিনের নতুন এই রাজনৈতিক পরীক্ষার সাফল্য নিয়ে।

 

ব্রিটিশ রাজনীতির ইতিহাস বলছে- নতুন দল গঠনের পথ কখনোই সহজ নয়। অতীতে বহু দল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবু জেরেমি করবিনের এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে বর্তমান রাজনীতিতে—তা নির্ভর করবে কেয়ার স্টারমারের নেতৃত্বের সফলতা ও ব্যর্থতার ওপর। 

]]>
সম্পূর্ণ পড়ুন