ব্রাহ্মণবাড়িয়ায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার

৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে ওই গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


আরও পড়ুন: সিলেটে ৬০ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার


এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এয়ারগান দুটি বিদেশি ও সচল। এয়ারগান ও গুলি সরাইল থানায় জমা দেয়া হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 


এ ছাড়া বিভিন্ন অপরাধী ধরতেও র‌্যাব তৎপর আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন