ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মাসে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

৪ সপ্তাহ আগে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চলতি বছরের ১০ মাসে ১১০ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬০ ব্যাটালিয়ন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, মোবাইল ফোন ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ নানা ধরনের পণ্য। এসব অভিযানে ১৩০ জনকে আটক করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি-৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা সীমান্তে দায়িত্ব পালন করছে।

 

এদিকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, অভিযানে এক কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং চার কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন: সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

 

তিনি বলেন,

 

বিজিবি এখন মানবপাচার প্রায় শূন্য পর্যায়ে নামিয়ে এনেছে। সীমান্তে চোরাচালান দমনে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গত ১০ মাসে ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করা বিজিবির একটি বড় সাফল্য।

 

বিজিবির এসব অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সীমান্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন