বুধবার (৯ এপ্রিল) সকালে ও মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় সরাইল ও বিজয়নগর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ট্রাকচালক মো. রাসেল হোসেন (২৭) ঝিনাইদহের সদরের আব্দুল আজিজের ছেলে। ফয়সাল (২৭) সরাইল উপজেলার বাসিন্দা।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জের সড়কে ঝরল ২ প্রাণ
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকালে সরাইলের কুট্টাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল হোসেন নামে একজন মারা যান। রাসেল ট্রাকচালক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
এ দিকে মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ফয়সাল নিহত হয়েছেন। তবে ফয়সালে অটোরিকশাকে কোন গাড়ি চাপা দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।