সোমবার (২১ এপ্রিল) বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং কৃষ্ণমন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নন্দিতা ঋষি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিশুটির পিতা অমর ঋষি জানান, শনিবার সে তার নানীর সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদার (মায়ের বোন) সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
আরও পড়ুন: নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।