ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে জামাল মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উপজেলার খাঁটিহাতা গ্রামের শানু মিয়ার ছেলে।


এলাকাবাসী জানান, সন্ধ্যায় উপজেলার খাঁটিহাতা গ্রামের বাবুল মিয়া তার ছেলের বিদেশ যাওয়া নিয়ে তারই চাচাতো ভাই জামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।


এর জেরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষে ইটের আঘাতে জামাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মদনে বাড়ির সীমানা বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।


তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন