শনিবার (১০ মে) দিনগত রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা (বনানী পাড়ার) বাসিন্দা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, লিটন মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বেরহয়। রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল যুবকের চোখ উপড়ানো মরদেহ
তিনি আরও জানান, তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্ব শত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মোজাফ্ফর।