ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১ সপ্তাহে আগে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে এক কোটি ৫০ লাখ টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি, এক কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, খাদ্যসামগ্রী এবং আঁতশ বাজি। জব্দকৃত পণ্য বর্তমানে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন: বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্রোতে ভেসে গেলেন বৃদ্ধ

 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন