আজ (১১ এপ্রিল) দুপুরে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি পোস্ট করা হয়। আর ভিডিওটি বাইরে আসার পর থেকেই শুরু হয় সমর্থকদের জল্পনা-কল্পনা; ঠিক কোন কারণে ধোনি ব্রাভোকে বিশ্বাসঘাতক বললেন?
চেন্নাই সুপার কিংসে একইসঙ্গে অনেক বছর খেলেছেন ধোনি এবং ব্রাভো। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ দৃঢ়। মূলত সেই বন্ধুত্বের খাতিরেই খোঁচা দিয়ে ব্রাভোকে বিশ্বাসঘাতক বলেছেন ধোনি। কারণ একসময়ের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই এবং পুরনো বন্ধুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তো আজ নিজের শিষ্যদের প্রস্তুত করছেন ব্রাভো।
ধোনির খোঁচার উত্তর অবশ্য মজার ছলেই দিয়েছেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিয়ান এই সাবেক ক্রিকেটার ধোনির উত্তরে বলেন, ‘জীবন খুবই অন্যায্য।’ অর্থাৎ জীবনে অনেক কিছু না চাইলেও করতে হয়।
নেটের পাশে দাঁড়ানো চেন্নাই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এসময় ব্রাভোকে দেখে বুকে জড়িয়ে নেন এবং বলেন, ‘হেই ডিজে।’ ব্রাভো এরপর ধোনির সঙ্গে নেটের বাইরে থেকেই হাত মেলান এবং তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন।
আরও পড়ুন: ধোনি এখন চেন্নাইয়ের অধিনায়ক
কনুইয়ের চোটে চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আসরের বাকি ম্যাচে দলটির অধিনায়কত্ব করবেন ধোনি। আর নেতৃত্বের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার কোচিং স্টাফে যোগ দেয়ার আগে দুই মেয়াদে প্রায় ৮ বছর ধোনির নেতৃত্বে চেন্নাইয়ে খেলেছেন ব্রাভো। ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ে বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এবার আইপিএল শুরুর আগে কলকাতার মেন্টরের দায়িত্ব নেন স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি।