ক্লপ এমন ইচ্ছে প্রকাশ করেছেন বলে নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল নেটওয়ার্ক।
ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ ক্লপ। স্বদেশি ক্লাব মাইঞ্জের হয়ে ২০০১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০০৮ সালে বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নিয়ে একের পর এক সফলতা পেতে থাকেন। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত পান লিভারপুলের কোচ হিসেবে। ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ।
৩০ বছরের খরা কাটিয়ে তার কোচিংয়েই ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে তারা ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এর বাইরে ক্লাবকে জিতেয়েছেন একাধিক শিরোপা। তাকে নিয়ে বেশ খুশিই ছিল লিভারপুল। কিন্তু আচমকা তিনি গত মৌসুমে লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন। সেটা অবশ্য অন্য কোনো দলের দায়িত্ব নিতে নয়, সাময়িক অবসরে যান তিনি। এরপর গত বছর তিনি অস্ট্রিয়ার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল এর হেড অব গ্লোবাল সকার’ হিসেবে যোগ দেন।
আরও পড়ুন: এমবাপ্পে এবং সৌদি থেকে প্রস্তাব পাওয়ায় মনোযোগ হারিয়েছেন
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল নেটওয়ার্ক বলছে, এ চাকরিতে খুশি নন তিনি। আবারও ফিরতে চান কোচিং ক্যারিয়ারে। তবে সেটা কেবল ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব পেলে তবেই।
একের পর এক ব্যর্থতায় গত মাসে দরিভাল জুনিয়রকে ছাঁটাই করে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন। ফলে এখন কোচ শূন্য ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নজরে একাধিক কোচ থাকলেও প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত তাকে না পেলে ভালো অপশন হতে পারেন ক্লপ।
আরও পড়ুন: ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে ফিরতেই চাকরি গেল কোচের
এদিকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই রিয়াল। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা। দ্বিতীয় লেগে মিরাকল ঘটাতে না পারলে বাদ পড়বে লস ব্লাঙ্কোস। আর তাতে ছাঁটাই হতে পারেন আনচেলত্তিও। সেক্ষেত্রে রিয়াল থেকে প্রস্তাব পেতেই পারেন ক্লপ। যদিও রিয়ালের নজরে আছেন স্প্যানিশ কোচ জাভি আলোনসো।