রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে শোক জানান তিনি।
পোস্টে তারেক রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু গভীর শূণ্যতার সৃষ্টি করল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘তিনি ছিলেন এদেশের এক বরেণ্য আইনজীবী। আইনের অঙ্গনে তাঁর অবদান ছিল অসামান্য। রাজনৈতিক নেতা হিসেবে তিনি সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারতেন। প্রাজ্ঞ ও দূরদর্শী মরহুম আব্দুর রাজ্জাক সর্বমহলে একজন সজ্জন ব্যক্তি হিসেবে সম্মানিত ছিলেন।’
আরও পড়ুন: ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জামায়াতের শোক
আব্দুর রাজ্জাকের বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
সবশেষে, জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবার-পরিজন ও শুভ্যানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তারেক রহমান।
]]>