বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফারুক বলেন, ‘আমার জেলার নেতা মাহবুব আলমগীর আলো ও জাকারিয়া ভাইকে সামনে রেখে বলছি, তারেক জিয়া যাকে নমিনেশন দিবেন তার ভোটই আমরা করবো। আপনারা কেন বিবাদ সৃষ্টি করছেন?’
তিনি বলেন, ‘আমি ফারুক বিএনপি ছেড়ে দিলে তারেক রহমানের কিছু যায় আসে না। কে এমপি হবেন একমাত্র তারেক রহমান ও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই কারও সঙ্গে বিবাদের প্রয়োজন নেই।’
নির্বাচন প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘আমি ব্যানারে-পোস্টারে আমার ছবি দেখতে চাই না। এই নাটেশ্বর এলাকার মানুষই ২০১৮ সালে তারেক রহমানের ধানের শীষকে ভোট দিয়ে জিতিয়েছেন।’
আরও পড়ুন: আমাদের মধ্যে বিভেদ তৈরি করে প্রশাসন সুযোগ নিচ্ছে: ফারুক
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের কত বড় দুঃসাহস! ১৯৭১ সালে যুদ্ধ করেছেন শহীদ জিয়া। যুদ্ধের ঘোষণা করেছেন শহীদ জিয়া। কিছু রাজনৈতিক দলের নেতারা বলেন, আমাদের দলেও নাকি রাজাকার আছে। তাদের হুঁশিয়ার করে বলতে চাই, ১৯৭১ সালে যারা আমাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের মুখে এ কথা শোভা পায় না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সোনাইমুড়ী উপজেলা বিএনপির কর্মী ও সমর্থকরা।