রাজধানী ব্যাংককের চাতুচাক জেলায় সরকারি অফিস হিসেবে ৩০ তলা ভবনটি নির্মাণ করা হচ্ছিল। প্রায় ৩২০ জন কর্মী কাজ করছিলেন সেখানে। কিন্তু এর মধ্যেই শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে কয়েক সেকেন্ডের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভবনটি।
জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের নির্মাণাধীন ভবনধসের ঘটনার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৫ জনকে মৃত উদ্ধার করা গেছে।
শনিবার (২৯ মার্চ) সেখানে দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজ স্বজনের আশায় অপেক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। উদ্ধারকর্মীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান শুরু করার আগে ধ্বংসস্তূপের জঞ্জাল সরাতে হবে। ভারী কংক্রিটের পিলার-চাঁই, ইস্পাতের খণ্ড সরানোর কাজটি সময় সাপেক্ষ বলে জানা গেছে।
আরও পড়ুন: বেঁচে ফেরা নির্মাণশ্রমিকের মুখে ভবনধসের ভয়ংকর অভিজ্ঞতা
বেঁচে ফেরা অনেকেই বলছেন ভয়াবহ সে অভিজ্ঞতার কথা। একজন নির্মাণশ্রমিক বলছিলেন, ‘আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি। কখনও কল্পনা করিনি এমন কিছু ঘটবে। আমার ভাগ্নি এই ভবনে কাজ করছিলো জানিনা তাকে খুঁজে পাব কি না।
ওই ব্যক্তি আরও বলেন, ‘আমি নিচ তলায় কাজ করছিলাম। আর সহকর্মীরা ১৩ এবং ১৪ তলায়। হঠাৎ মাথা ঘুরে উঠলো আমার। পাশেই কর্মরত অন্য আরেক সহকর্মী বললো তারও একই অবস্থা। এরপর সিলিং ভেঙে পড়তে শুরু করলো। আতঙ্কিত হয়ে আমরা সবাইকে দৌঁড়ে পালাতে বললাম। তবে উপরে কাজ করা কর্মীরা কেউ বের হতে পারেনি।’
]]>