ব্যাংকক থেকে নেপাল- বাংলাদেশের পতাকা হাতে দৌড়াবেন নাহিদ

১ সপ্তাহে আগে
বাংলাদেশের তরুণ রানার নাহিদ এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছেন। আগামী ১৬ নভেম্বর তিনি অংশ নেবেন ব্যাংকক ম্যারাথনে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার রানাররা অংশগ্রহণ করবেন। এরপর ২২ নভেম্বর তিনি দৌড়াবেন নেপালে।

দৌড়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য নেপালের কাঠমান্ডুতে তাকে প্রদান করা হবে একটি আন্তর্জাতিক সম্মাননা। 

 

পেশায় ব্যাংকার নাহিদ দীর্ঘদিন ধরে দৌড়ের সঙ্গে যুক্ত। নিয়মিত অনুশীলন, দেশি-বিদেশি ম্যারাথনে অংশগ্রহণ এবং সামাজিক মাধ্যমে নতুন রানারদের উৎসাহিত করাই তার নেশা।

 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালের সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

 

সম্প্রতি তিনি রক্তদান ও জনসচেতনতামূলক দৌড়েও অংশ নিয়েছেন। শারীরিক সক্ষমতা, মানবিকতা ও ক্রীড়া সংস্কৃতির এই সমন্বয় তাকে নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

 

তার এই আন্তর্জাতিক যাত্রায় স্পন্সর করছে দেশীয় দুটি প্রতিষ্ঠান বইসদাই ও সুলতানীমার্ট, যারা বাংলাদেশের তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে কাজ করছে।

 

নাহিদ বলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উচ্চারণ করা, দৌড়ের ট্র্যাকে লাল-সবুজ পতাকা ছুঁইয়ে ফিনিশ লাইন পার হওয়া; এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না।’

 

আরও পড়ুন: নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

 

এতেও শেষ নয়। ২০২৬ সালে নাহিদ অংশ নেবেন বিশ্বখ্যাত ‘আয়রনম্যান ৭০.৩ কলম্বো’ প্রতিযোগিতায়, যেখানে সাঁতার, সাইক্লিং ও দৌড় এই তিন ধাপে প্রতিযোগীরা লড়বেন শারীরিক ও মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষায়। এই লক্ষ্য সামনে রেখে তিনি ইতিমধ্যেই নিয়মিত অনুশীলন শুরু করেছেন। 

 

নাহিদের ধারাবাহিক সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের ফিটনেস ও ম্যারাথন সংস্কৃতির এক গর্বের দৃষ্টান্ত। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক অনুপ্রেরণার নাম।

]]>
সম্পূর্ণ পড়ুন