ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, কোহেন ইসরাইলি সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
বুধবার (২৬ মার্চ) গাজা ডিভিশনের দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়ানিভ আসরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: ইসরাইলের হামলায় হামাসের মুখপাত্র নিহত
পদত্যাগ পত্রে ব্রিগেডিয়ার কোহেন বলেন,
আমার ব্রিগেডের মূল দায়িত্ব ইসরাইল-গাজা সীমান্ত এলাকাকে সুরক্ষিত রাখা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে যে ভয়াবহ হামলা আমাদের ব্যর্থতার পরিচায়ক। আমরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় নিয়েই আমি পদত্যাগ করছি।
ইসরাইলের গাজা ডিভিশন তিনটি ব্রিগেডে বিভক্ত-উত্তর, কেন্দ্রীয় ও দক্ষিণ। ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের কমান্ডার ইয়ারোন ফিল্কেনমান এবং মধ্যাঞ্চলের কমান্ডার অ্যাভি রোসেনফোল্ড একই কারণ দেখিয়ে মার্চের শুরুতেই পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন: ইসরাইলের প্রধান বিমানবন্দরে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির!