রোববার (২৩ মার্চ) রাতে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই দুজনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পরে ব্যবসায়ী অপহরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয় এই ব্যবস্থা বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এছাড়া এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিতে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক, মাসুদ পারভেজ বাবু ও বদরুল আনাম খানকে সদস্য করা হয়েছে। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: জনগণ ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত: তারেক রহমান
এর আগে ব্যবসায়ী নুরে আলমকে অপহরণ মামলায় যুবদল নেতা পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির (জানাক) নেতা ইমনসহ পাঁচজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার দুপুরে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে খুলনা সিএমএম আদালত-২-এর বিচারক মো. আল আমিন শুনানি শেষে পাঁচ আসামিকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নুরে আলমকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় বলে শনিবার গোয়েন্দা পুলিশকে জানান ভুক্তভোগীর ছেলে। পরে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ময়লাপোতা মোড় থেকে প্রথমে ইমন নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যে অন্য চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
]]>