৩০০ রানের প্রসঙ্গে সমর্থকদের বেশির ভাগ নিশ্চিতভাবেই খুশি হবেন। এই কদিন আগে সানরাইজার্স হায়দরাবাদ তো ২৮৬ রানও করেছে। কিন্তু বোলাররা এগুলোতে খুশি হবেন কেন, ধকলটা তো তাদের ওপরই দিয়েই যাবে! এই উপলব্ধি থেকেই হয়তো গুজরাট জায়ান্টসের প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা কিছুদিন আগে বলেছেন, ক্রিকেট না বলে খেলাটাকে এখন যেকেউ ব্যাটিংই বলতে পারে।
রাবাদা মনে করেন, পিচে বোলার ও ব্যাটারদের জন্য কিছু করার ভারসাম্য থাকা উচিত। মাঠে সেটা তেমন নেই-ই, পুরস্কার মঞ্চেও বোলাররা উপেক্ষিত। ব্যাটারদের জন্য অনেকগুলো পুরস্কার থাকলেও বোলারদের জন্য একটিও বরাদ্দ নেই। আইপিএলের এই দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন: নিলামে দল না পাওয়া শার্দুল ঠাকুর জেতালেন লখনৌকে
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আইপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তত ১০ জনকে পুরস্কৃত করা হয়। দুই দল মিলিয়ে প্রায় ৫০ শতাংশ ক্রিকেটার পুরস্কার পায়। কিন্তু কেউ যদি ম্যাচে ভালো বল করে, এক ওভার ভালো বল করে, তাদের কোনো পুরস্কার দেওয়া হয় না।’
আইপিএলের সব পুরস্কার ব্যাটারদের জন্য বলেই মনে করেন অশ্বিন। তিনি বলেন, “সুপার স্ট্রাইকার, সুপার ফোর, সুপার সিক্স; সবকিছুর জন্য পুরস্কার আছে। কিন্তু সুপার বলের জন্য নেই। এক সময় দ্রুততম বলের পুরস্কার ছিল। সেই বলে বোলার ছক্কা খেলেও পুরস্কার পেত।’