ব্রাজিলিয়ান সেন্টারব্যাক এডার মিলিটাও ইনজুরিতে পড়েছিলেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই সময়েই ৩৬টি ম্যাচ মিস করে ফেলেছেন তিনি। ধারনা করা হচ্ছে আগামী বছরের আগস্টে মাঠে ফিরবেন এই ২৬ বছর বয়সি। আর অস্ট্রিয়ান সেন্টারব্যাক ডেভিড আলাবা গত বছরের ডিসেম্বরে ছিটকে যান। অর্ধশতাধিক ম্যাচ মিস করে জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে ফিরছেন তিনি।
এই দুটি ইনজুরি রিয়াল মাদ্রিদকে নতুন সেন্টারব্যাক কিনতে উদ্বুদ্ধ করছে। শীতকালীন দলবদল সামনে রেখে সেই তালিকায় প্রথম পছন্দই আর্সেনালের উইলিয়াম সালিবা। কিন্তু পরিস্থিতি বলছে সালিবাকে গানাররা ছাড়বেই না। স্প্যানিশ ফুটবলারও তেমন কথাই বলেছেন। তিনি বলেন, ‘এখানে আমি সময়টা ভালো উপভোগ করছি। মনে হচ্ছে আমি বাড়িতে। তো কেন নয় (লম্বা সময়)?’
আরও পড়ুন: ম্যানসিটির আকর্ষণীয় প্রস্তাবকেও না রদ্রিগোর
এএসের প্রতিবেদন বলছে, সালিবাকে পাওয়ার সম্ভাবনা না থাকায় রিয়াল মাদ্রিদ নজর দিয়েছে বোর্নমাউথের ডাচ-স্প্যানিশ ফুটবলার ডিন হুইজসেনের প্রতি। ১৯ বছর বয়সি এই সেন্টারব্যাক জুলাইয়ে জুভেন্টাস থেকে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংল্যান্ডে পাড়ি দেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ১৩ ম্যাচ খেলে রক্ষণ তো সামলাচ্ছেনই, এখন পর্যন্ত ২টি গোলও (একটি টটেনহ্যামের বিপক্ষে, অন্যটি ম্যান ইউনাইটেডের বিপক্ষে) করেছেন।
রিয়াল মাদ্রিদের সামনে আরও বিকল্প আছে। শুরুতে তারা আল নাসরের এমেরিক লাপোর্তের প্রতি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু বয়স বিবেচনায় বাদ যায় স্প্যানিশ ফুটবলারের নাম। এখন হুইজসেনের পাশাপাশি লস ব্লাঙ্কোসরা চোখ রাখছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ১৮ বছর বয়সি তরুণ ভিতর রেইসের দিকে। রেইস সিনিয়র পর্যায়ে ৯টি ম্যাচ খেলেছেন।